সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেপ্তার ১৫ হাজার

Saudi arabia raids illegal immigrants, arrests 15,000

সৌদি আরবজুড়ে অবৈধ অভিবাসী এবং শ্রমিকদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৮ থেকে ১৪ মে পর্যন্ত পরিচালিত এই অভিযানে বিভিন্ন আইনি লঙ্ঘনের দায়ে এসব ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নয় হাজার ২১২ জনকে আবাসিক আইন, তিন হাজার ৫০২ জনকে সীমান্ত আইন এবং এক হাজার ৮৭৩ জনকে শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে। একই সময়ে ১১ হাজার ৭৬৩ জন অবৈধ অভিবাসীকে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অভিযানে সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকারীদেরও লক্ষ্য করা হয়েছে। এ সময় এক হাজার ২৬৮ জনকে সীমান্ত পেরিয়ে প্রবেশের সময় গ্রেফতার করা হয়, যাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান এবং ৩৫ শতাংশ ইয়েমেনি বলে জানানো হয়েছে।

এছাড়া অননুমোদিত অভিবাসীদের আশ্রয়, পরিবহন ও কর্মসংস্থানের সঙ্গে জড়িত থাকার দায়ে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। বর্তমানে দেশটিতে ২৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী বিভিন্ন আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই পুরুষ।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যে কেউ অবৈধ অভিবাসন সহায়তা করলে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে। এমনকি সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘোষণাও দেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post