সৌদি আরবে পৌঁছে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর এটি ট্রাম্পের প্রথম সৌদি সফর। সৌদির পর কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাবেন ট্রাম্প।
এর আগে রিয়াদে টারম্যাক বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বিশিষ্ট ব্যক্তি ও নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাম্প ও যুবরাজ সালমানকে বেগুনি কার্পেটে হেঁটে যেতে দেখা গেছে। এ ছাড়া দুই নেতাকে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। ইতোমধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রথম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ট্রাম্পের সাথে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আগামীকাল রিয়াদে উপসাগরীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। বৈঠক শেষে সেদিনই তিনি কাতার সফরে যাবেন। পরদিন ১৫ মে আরব আমিরাত সফরের মধ্য দিয়ে তার তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। সফরে ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরাপত্তা, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্যিক খাতে বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই করবেন।
আরও পড়ুন
সফরকালে ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে সেই রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক বা সামরিক ভূমিকা রাখা হবে না।