সৌদিতে ধরা পড়েছে এক অভিনব প্রতারক চক্র। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে অ্যাম্বুলেন্সে করে প্রবাসীদের হজে নিয়ে যান। শুক্রবার সেই চক্রের এক প্রবাসী ভারতীয়কে গ্রেপ্তার করা হয়, তিনি একটি অ্যাম্বুলেন্সে চারজন প্রবাসীকে মক্কার দিকে নিয়ে যাচ্ছিলেন। অথচ তাদের কারোর কাছেই বৈধ হজ পারমিট ছিল না।
বৃহস্পতিবার অপর একটি ঘটনায় মিশরীয় এক বাসচালক ২২ জন অননুমোদিত যাত্রী নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টা করেন। তাকেও নিরাপত্তা বাহিনী মাঝপথে আটকে দেয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, মক্কায় প্রবেশ ও হজ পালনের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন রোধে চলমান অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, রিয়াদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে হজ পারমিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে মিশরের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভুয়া অনুমতিপত্র বিক্রি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।
আরও পড়ুন
সৌদি আইনে হজ পারমিট ছাড়া কেউ পবিত্র নগরী মক্কায় প্রবেশ করলে কিংবা সেখানে অবস্থান করলে ২০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। তাছাড়া, সংশ্লিষ্ট যানবাহন জব্দ, অভিযুক্তদের ডিপোর্ট এবং ১০ বছর পর্যন্ত সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে। এই শাস্তিগুলো চলতি হজ মৌসুমে ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।