দেশে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৪ শতাংশ বেশি। এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স প্রবাহে সবচেয়ে বড় অবদান রেখেছে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্যে দেখা যায়, এপ্রিল মাসে প্রবাসীরা মোট ২৭৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ ডলার, যা মাসিক রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার, আর তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৩ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয় সাধারণত দুই মাধ্যমে আসে—ব্যাংক ও এক্সচেঞ্জ হাউস। অধিকাংশ রেমিট্যান্স আসে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে। এসব হাউসের বেশিরভাগই যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত। ফলে প্রবাসীরা বিশ্বের যেকোনো দেশ থেকে অর্থ পাঠালেও ক্লিয়ারিং হয় সেসব হাউসের নিবন্ধিত দেশ থেকেই। ফলে ভুলভাবে ওই দেশগুলোকেই রেমিট্যান্স প্রেরক হিসেবে দেখানো হতো।
আরও পড়ুন
এর ফলে প্রকৃত প্রেরণকারী দেশ হিসেবে সৌদি আরবের ভূমিকা আড়ালে পড়ে যায়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি নজরে এনে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে—রেমিট্যান্স যে দেশ থেকে এসেছে, সেটি সঠিকভাবে চিহ্নিত করে রিপোর্ট করতে। এতে করে পরিসংখ্যানে বাস্তব চিত্র প্রতিফলিত হচ্ছে।