ওমানে হুন্ডির আড়ালে প্রতারণার ফাঁদ

ওমানে অভিযানে দিশেহারা প্রবাসীরা

ওমানে হুন্ডিতে টাকা পাঠাতে গিয়ে বেশ কয়েকজন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারকচক্রের হাতে টাকা দেওয়ার পর বাংলাদেশের পরিবারকে অর্থ না বুঝিয়েই পালিয়ে গেছেন তারা।

গতকাল মাস্কাট থেকেও একজন ভুক্তভোগী এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। এমন পরিস্থিতিতে হুণ্ডির প্রচারণা এবং যাচাই বাছাই ছাড়াই অবৈধ পথে টাকা পাঠানোকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

এদিকে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোর পরেও ওমানে রেমিট্যান্স শাটডাউন প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রবাসীদের অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন ঘিরে সরব এসব প্রবাসী

প্রচারণার কারণ জানতে চাইলে তারা দেশে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানানোর কথা বলছেন। অনেকে ইন্টারনেট বন্ধের কারণে পরিবারের সাথে যোগাযোগ করতে না পারার বিষয়টিকেও টেনে আনছেন।

ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণে দেশে খোলাবাজারে নগদ ডলারের দামে হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে।

ঢাকার খোলাবাজারে প্রতি মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪-১২৫ টাকায় উঠেছে বলে খবর ছেপেছে গণমাধ্যমগুলো। দুই সপ্তাহ আগেও ডলারের দাম ১১৮-১১৯ টাকার মধ্যে ছিল।

খোলাবাজারের ব্যবসায়ীরা বলছেন, দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন, সেগুলো খোলাবাজারে বিক্রি হয়।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহও কমেছে। এতে ডলারের সংকট তৈরি হওয়ায় দাম বেড়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post