বৈরী আবহাওয়ার কবলে ওমান

ভিসা নীতি শিথিল করলো ওমান

ওমানে লঘুচাপের প্রভাবে সৃষ্ট আবহাওয়া পরিস্থিতি নিয়ে ৪ দিনের সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এ নিয়ে দেশটির প্রবাসী ও নাগরিকদের সচেতন করেছে আবহাওয়া বিভাগ।

বিবৃতিতে বলা হয়েছে, আরব সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় মেঘ, বজ্রসহ বৃষ্টি এবং এ কারণে ওয়াদিতে পানির চাপ বাড়ার পাশাপাশি আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।

ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয়তা বিবেচনায় পরবর্তী সতর্কতা জানিয়ে দেবেন তারা।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post