ওমানের নতুন আইনে ২০ হাজার রিয়াল জরিমানা!

Oman's new law imposes a fine of 20,000 riyals! (2)

ওমানে আয়কর সংক্রান্ত নতুন আইন ভাঙলে ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। কেবল তাই নয়, ১ থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে। নাগরিকদের মতো প্রবাসীরাও এই নিয়মের মধ্যে পড়বেন।

ইতোমধ্যেই ২০২৮ সালের জানুয়ারি থেকে ওমানে প্রথমবারের মতো ব্যক্তিগত আয়কর চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আইন অনুযায়ী, যেসব ব্যক্তি বছরে ৪২ হাজার ওমানি রিয়ালের বেশি আয় করেন, শুধুমাত্র তারাই আয়করের আওতায় পড়বেন। অর্থ্যাৎ নিম্ন আয়ের নাগরিক ও প্রবাসীরা আয়করের বাধ্যবাধকতায় পড়বেন না। তবে আয়কর সংক্রান্ত জালিয়াতি, তথ্য গোপন বা দাখিল না করার মতো অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আয়কর আইনের ৬৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যারা সময়মতো আয়কর রিটার্ন জমা দেবে না বা কর দপ্তরের অনুরোধ উপেক্ষা করবে, তাদের ১ হাজার থেকে ৫ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। অপরদিকে, যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দাখিল করবে বা আয়-সম্পর্কিত নথি জালিয়াতি করবে, তাদের বিরুদ্ধে ৬৬ নম্বর অনুচ্ছেদের আওতায় ১ থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ২০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

এই নতুন আইনের আওতায় শুধু ওমানিরাই নয়, প্রবাসীরাও পড়বেন। ফলে আগাম প্রস্তুতির জন্য সব নাগরিক ও প্রবাসীদের প্রতি কর প্রশাসনের নিয়মিত নির্দেশনা ও তথ্য হালনাগাদ রাখার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize