জরিমানা ছাড়াই ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন ওমান প্রবাসীরা

Oman visa ban increases expatriate numbers

ওমানে কর্মরত ‘ব্লকড ওয়ার্ক ভিসা’ধারী প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মেয়াদোত্তীর্ণ কাজের ভিসা নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে।

ব্লকড কর্মীদের নতুন নিয়োগকর্তার অধীনে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পুরনো নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন হবে না। নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন দেওয়া হবে। এরপর ভিসা পরিবর্তনের জন্য উভয় পক্ষকে নিকটস্থ লেবার কোর্টে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া দূতাবাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়নের মাধ্যমে ভিসা নবায়ন করা যাবে, যা প্রয়োজনে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়নযোগ্য হলেও, নবায়নের তারিখ থেকে এক বছরের বেশি সময়ের জন্য ইস্যু করা হবে না।

এই সুযোগ আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। দূতাবাস জানায়, ই-পাসপোর্ট এনরোলমেন্ট ও অন্যান্য কনস্যুলার সেবায় অ্যাপয়েন্টমেন্টধারীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize