ওমানে মাদকসহ দুই প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার

Two expatriate bangladeshis arrested with drugs in oman

ওমানে মাদকদ্রব্য রাখার অভিযোগে দুই বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রাজধানী মাস্কাটের বাউশার এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয় বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরপি)।

পুলিশের মাদক ও সাইকোট্রপিক পদার্থ দমন অধিদপ্তর পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য এবং সাইকোট্রপিক ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব মাদকদ্রব্য তারা বিক্রি অথবা সেবনের উদ্দেশ্যে মজুত করে রেখেছিল।

ওমান পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

মাদকবিরোধী আইন অনুযায়ী ওমানে মাদক রাখার অপরাধে কড়াকড়ি শাস্তির বিধান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize