সুরে দূতাবাসের দুইদিনব্যাপী সেবা কার্যক্রম সম্পন্ন, সন্তোষ প্রকাশ প্রবাসীদের

Oman

প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ওমানের সুরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী এই ট্যুরে ভ্রাম্যমাণ টিমের নেতৃত্ব দেন পাসপোর্ট কাউন্সিলর রওশন আরা পলি এবং প্রথম সচিব আসাদুল হক। এসময় প্রবাসীদের ই-পাসপোর্ট বায়োমেট্রিক আবেদন গ্রহণ, নতুন পাসপোর্ট বিতরণ এবং যাবতীয় জরুরি ফাইলপত্র অ্যাটাচমেন্ট করা হয়।

সুর থেকে প্রবাস টাইমের প্রতিনিধি হাশেম চৌধুরী জানান, দূতাবাসের কার্যক্রমে সবাই সন্তুষ্ট। নির্ধারিত সময় বিকাল ৫ টার পরেও যতক্ষণ ক্যাম্পের বাইরে প্রবাসীদের ভিড় ছিল ততক্ষণ পর্যন্ত বায়োমেট্রিক গ্রহণ করা হয়।

জানা গেছে, নতুন রাষ্ট্রদূত মিসবাহ উল আজিম নিজে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং অপেক্ষমান প্রবাসীদের কাছ থেকে তাদের অভিযোগ এবং পরামর্শ আন্তরিকতার সাথে শোনেন। পরে স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মিলিত হয়ে দ্রুত সময়ে দূতাবাসের সেবা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসার আশ্বাস দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize