ওমানে ব্যক্তিগত গাড়িতে বিপুল অবৈধ মদসহ ভারতীয় গ্রেপ্তার

Indian expatriate arrested in oman with huge haul of illegal liquor in private car

ওমানের ইব্রি প্রদেশের ফাহুদ এলাকায় বিপুল পরিমাণ মদ বহনের অভিযোগে এক ভারতীয় প্রবাসীকে গ্রেপ্তার করেছে তেল ও গ্যাস স্থাপনার নিরাপত্তা বিষয়ক পুলিশের একটি বিশেষ ইউনিট।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি তার ব্যক্তিগত গাড়িতে করে ওই মদ পরিবহন করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এগুলো অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।

তল্লাশির সময় তার গাড়ি থেকে বিপুল পরিমাণ অ্যালকোহলজাত দ্রব্য উদ্ধার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা জানিয়েছে, অবৈধ মদ বাণিজ্যের বিরুদ্ধে তাদের নজরদারি জোরদার করা হয়েছে এবং এমন অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জনসাধারণকে এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ সবাইকে আইন মেনে চলার অনুরোধ জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize