ওমানে বাংলাদেশিসহ ৩৬ প্রবাসী গ্রেপ্তার

Oman

ওমানে বাংলাদেশিসহ ৩৬ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর আল শারকিয়াহ পুলিশ কমান্ড ও ইবরা স্পেশাল টাস্কস পুলিশ ইউনিটের যৌথভাবে পরিচালিত অভিযানে বিদিয়া ও আল কাবিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওমানের শ্রম আইন ও আবাসন আইন লঙ্ঘনের পাশাপাশি অবৈধভাবে ওমান প্রবেশের অভিযোগ রয়েছে।

রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইথিওপিয়া ও পাকিস্তানের নাগরিকরা আছেন। এদের অনেকেই বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে বসবাস করছিলেন এবং কিছু ব্যক্তি অবৈধ পথে ওমানে প্রবেশ করেছিলেন।

ওমান সরকার দীর্ঘদিন ধরেই অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এদিকে ওমানে চলছে সাধারণ ক্ষমার সময়কাল। যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। পলাতক থাকা অবৈধ কর্মীদেরও সুখবর দিয়েছে ওমান সরকার। এক বিজ্ঞপ্তিতে দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী শ্রমিকের বিরুদ্ধে কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারাও এখন থেকে নতুন নিয়োগকর্তার কাছে বৈধ হতে পারবেন। এই সুবিধা মিলবে শুধু সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize