ইরানে মার্কিন হামলা নিয়ে যা বললো ওমান

oman iran

ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সরাসরি বিমান হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ওমান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের সামরিক আগ্রাসন মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে এবং তা পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলা হয়, জাতিসংঘের বিধান অনুযায়ী বলপ্রয়োগ এবং সার্বভৌম রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতায় হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ওমান আরও বলেছে, আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে, যা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) তত্ত্বাবধানে পরিচালিত হয়। পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা পরিবেশগত বিপর্যয় ও তেজস্ক্রিয়তার ঝুঁকি তৈরি করে, যা জেনেভা কনভেনশনের পরিপন্থী।

এই প্রেক্ষাপটে ওমান সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে সব পক্ষকে কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের প্রতি মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐতিহাসিকভাবে মধ্যস্থতাকারী ভূমিকা পালনকারী দেশ হিসেবে ওমান রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একতাবদ্ধ প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize