আজ ওমানে বছরের দীর্ঘতম দিন

oman

আজ ২১শে জুন ওমানে বছরের দীর্ঘতম দিন। একে সাধারণত কর্কটক্রান্তি দিবস বলা হয়। এই দিনে উত্তর গোলার্ধে দিন হয় সবচেয়ে বড় এবং রাত থাকে সবচেয়ে ছোট। আর সূর্যও কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ওমানের রাজধানী মাস্কাটে এদিন সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২১ মিনিটে, সূর্য মধ্যাকাশে পৌঁছায় দুপুর ১২টা ৯ মিনিটে এবং সূর্যাস্ত ঘটছে সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে। এতে দিনের দৈর্ঘ দাঁড়ায় ১৩ ঘণ্টা ৩৫ মিনিট ৩৫ সেকেন্ড, যা বছরের অন্য দিনগুলোর তুলনায় সবচেয়ে দীর্ঘ।

প্রাকৃতিক এই ঘটনা কেবল ওমান নয়, বরং উত্তর গোলার্ধের ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলজুড়ে দেখা দিচ্ছে। গ্রীষ্মকালীন সূর্যঅন্তের এই সময়েই পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সর্বাধিক হেলে থাকে। অপরদিকে, দক্ষিণ গোলার্ধে তখন শীতকালীন সূর্যঅন্ত পালিত হয়। জ্যোতির্বিজ্ঞানিদের হিসাব অনুযায়ী, এ বছর গ্রীষ্মকাল প্রায় ৯৩ দিন ১৫ ঘণ্টা ৩৭ মিনিট স্থায়ী হবে।

ওমানে গ্রীস্মকালীন এই সময়টি আরও গুরুত্বপূর্ণ হওয়ার বড় কারণ—খারিফ মৌসুম। বাংলার বর্ষাকালীন সময়ের সাথে যার মিল আছে। এই সময় সালালায় দেখা যায় এক ভিন্নধর্মী পরিবেশের। যা উপভোগ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লক্ষ পর্যটক এসে ভিড় জমান।

গুড়ি বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়া দেখে মুগ্ধ হন তারা। এছাড়া প্রবাসী ব্যবসায়ীরাও বছরের এই সময়ের উপার্জন দিয়েই সারা বছর চলেন। তাই অনেকেই অধীর আগ্রহে খারিফের আগমণের প্রহর গুনতে থাকেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize