ওমান সাগরে দুই তেলবাহী জাহাজের সংঘর্ষ, ২৪ জনকে উদ্ধার

Oman sagor

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই ওমান সাগরে তেলবাহী দুটি ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। আমিরাতের কাছে ওমান উপসাগরে এই সংঘর্ষের ঘটনায় একটি ট্যাংকারে আগুন ধরে যায়। পরে ওই ট্যাংকারের অন্তত ২৪ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আমিরাতের উপকূলরক্ষী বাহিনী ও শিপিং কোম্পানি। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে আমিরাতের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, সংঘর্ষটি একটি জাহাজের নেভিগেশনে ভুল সিদ্ধান্তের কারণে ঘটেছে।

মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে ‘অ্যাডালিন’ এবং ‘ফ্রন্ট ইগল’ নামের দুটি ট্যাংকারের মধ্যে ওই সংঘর্ষ হয় এবং আগুন ধরে যায়। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের মধ্যে এই এলাকায় ইলেকট্রনিক হস্তক্ষেপ বেড়েছে। এই কারণে জাহাজের নেভিগেশন ব্যবস্থায় ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। তবে জাহাজের কর্মীদের কোনো আঘাত বা তেল ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।

ব্রিটিশ সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা অ্যামব্রে বলেছে, এটি নিরাপত্তাজনিত কোনও ঘটনা নয়। আর শিপিং কোম্পানি ফ্রন্টলাইন বলেছে, ওমান উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ফ্রন্ট ঈগলে লাগা আগুন নিভিয়ে ফেলা হয়েছে। কোম্পানিটি বলেছে, সংঘর্ষের পর ‘আডালিন’ ট্যাংকারেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত সাগরে তেল ছড়িয়ে পড়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize