বাংলাদেশে নিযুক্ত ওমানের নতুন রাষ্ট্রদূতের শপথ গ্রহণ

Embassy in muscat

আল বারাকাহ প্যালেসে বুধবার (১৮ জুন ২০২৫) সুলতান হাইথাম বিন তারিকের সামনে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত শপথ গ্রহণ করেছেন। ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে, রাষ্ট্রদূত জামিল বিন হাজি বিন ইসমাইল আল বালুশি আনুষ্ঠানিকভাবে মহামান্য সুলতানের সামনে শপথ বাক্য পাঠ করেন।

একই দিনে আল বারাকাহ প্যালেসে মহামান্য সুলতান গণপ্রজাতন্ত্রী চীন, সেনেগাল প্রজাতন্ত্র এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন। এই ঘটনা ওমানের কূটনৈতিক তৎপরতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত ওমানের নতুন রাষ্ট্রদূতের শপথ গ্রহণ দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। এটি দু’দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও অন্যান্য খাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize