ওমানে রেডিয়েশন ছড়িয়ে পড়ার ঘটনা কতটা সত্য?

Oman

ইরানের নাতাঞ্জ পরমাণুকেন্দ্রসহ বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কারণে ওমানে কোনও রেডিয়েশন বা পরমাণুবিকিরণ ঘটেনি বলে নিশ্চিত করেছে ওমানের পরিবেশ বিষয়ক কর্তৃপক্ষ। এক বিবৃতিতে এনভায়রনমেন্ট অথরিটি জানিয়েছে, ওমানের বায়ুমণ্ডলে কোনও অস্বাভাবিক বিকিরণ স্তর বা পরিবেশ দূষণকারী পদার্থের অস্তিত্ব নেই। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন। ফলে ওমানের বায়ু এবং পরিবেশ এখনও স্থিতিশীল এবং নিরাপদ রয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমানিদের মধ্যে পরমাণু রেডিয়েশন সংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। এতে উদ্বেগ বাড়তে থাকে জনমনে। তবে সরকার জানিয়েছে, তারা পরিস্থিতির উপরে সতর্ক দৃষ্টি রাখছেন। একইসাথে নাগরিক এবং প্রবাসীদের সবরকমের গুজব এবং অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন পারমানবিক স্থাপনায় অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইজরায়েলের বিমান বাহিনী। হামলায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় অভ্যন্তরীণভাবে বিকিরণ ও রাসায়নিক দূষণের পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনায় বড় রকমের বিপদের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যদিও আপাতত স্থাপনাগুলির বাইরে বিকিরণের মাত্রা স্বাভাবিকই রয়েছে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize