অপরাধ করে পালিয়ে যাওয়া প্রবাসীকে ধরে আনল ওমান

Oman

অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এক প্রবাসীকে আন্তর্জাতিক সহযোগিতায় ধরে এনেছে ওমান। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, তাদের অপরাধ অনুসন্ধান ও গবেষণা বিভাগের নেতৃত্বে এবং ইন্টারপোলের সহযোগিতায় অভিযুক্ত ওই ইয়েমেনি ব্যক্তিকে সফলভাবে ওমানে ফিরিয়ে আনা হয়েছে।

জানা গেছে, ওমানের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত অবস্থায় অভিযুক্ত ব্যক্তি অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংসহ একাধিক আর্থিক অপরাধে জড়িত ছিলেন।

অপরাধ সংগঠনের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পরে দীর্ঘ অনুসন্ধানের পর তাকে শনাক্ত করে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হলো। পুলিশ জানিয়েছে, এখন অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

এদিকে অপর এক ঘটনায় ওমানের সিব প্রদেশে গৃহচুরির চেষ্টাকালে ৩ জন প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে আরওপি। পুলিশের দেওয়া তথ্য মতে, একটি বাড়ি থেকে স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ অর্থ চুরির চেষ্টাকালে একজন ফিলিপাইনি গৃহকর্মী ও দুইজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize