ইসরায়েলের সঙ্গে নজিরবিহীন সংঘাতের পর রোববার মাস্কাটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকে বসেনি ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে পারমাণবিক আলোচনায় ফেরার প্রশ্নই আসে না। এর আগে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি এক এক্স বার্তায় বৈঠক স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতের জানায়, ইসরায়েল-ইরান সংঘর্ষের জেরে সৃষ্ট ‘বিপজ্জনক সামরিক উত্তেজনা’ নিরসনে কূটনৈতিক সমাধান খুঁজতে চেষ্টা করা হচ্ছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদি একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে ফোনালাপ করেছেন।
ইসরায়েলের হামলাকে ‘অবৈধ, অযৌক্তিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি’ আখ্যায়িত করে তিনি টেলিফোন সংলাপগুলোতে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই সংঘর্ষ কেবল একটি দেশের ওপর নয়, গোটা অঞ্চলের শান্তি ও সার্বভৌম স্বার্থের ওপর হুমকি সৃষ্টি করেছে।” ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই উত্তেজনার সূত্রপাত হয়েছে ইরানি ভূখণ্ডে ইসরায়েলের সরাসরি হামলার মাধ্যমে।