ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাব ওমানের আকাশে

Oman

ইসরায়েল এবং ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে ওমানের বিমান চলাচলেও। ইরানের পাশাপাশি জর্ডান ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে; এসব আকাশপথ এড়িয়ে বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো, সূচিতেও এসেছে পরিবর্তন। এ ছাড়া ওমানের বিমানবন্দর থেকে একাধিক রুটের ফ্লাইট চলাচলও স্থগিত হয়েছে।

চলমান পরিস্থিতির কারণে ওমান এয়ার টানা দুইদিন নির্ধারিত মাস্কাট-আম্মান রুটের ফ্লাইট WY413 এবং WY414 বাতিল করেছে। বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ওমান এয়ার জানায়, ১৪ ও ১৫ জুনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা। এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায়, এই মুহূর্তে তারা যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

একই কারণে ইরান, ইরাক ও আজারবাইজানের সঙ্গে চলাচলকারী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে ওমানভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান, ইরাক এবং আজারবাইজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট ২০ জুন পর্যন্ত বাতিল করেছে।

এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্টস কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করা জরুরি। এতে একদিকে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে অহেতুক ভোগান্তিও পোহাতে হবেনা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize