দুর্ঘটনা এড়াতে ওমানে সতর্কবার্তা জারি

Oman

ওমানে চলতি গ্রীষ্মে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনে আগুন লাগার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে দেশটির পরিবহন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা চালকদের নিয়মিতভাবে গাড়ির রক্ষণাবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সময়মতো যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সম্প্রতি দেশটির বিভিন্ন অঞ্চলে গাড়িতে অগ্নিকাণ্ডের একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হ্যাপি লাইন ট্রান্সপোর্ট কোম্পানির ব্যবস্থাপক নাসের আল হোসনি জানান, তীব্র গরমে গাড়ির যন্ত্রাংশ অতিরিক্ত গরম হয়ে সমস্যা তৈরি করতে পারে। তিনি চালকদের যেকোনো ধরনের গন্ধ, তেল পড়া, কিংবা কুল্যান্টের পানির স্তর কমে যাওয়ার মতো সংকেতগুলো অবহেলা না করার পরামর্শ দিয়েছেন।

সিব শহরের অভিজ্ঞ মেকানিক সালিম আল নাবি বলেন, পুরনো ব্যাটারি, ফুটো জ্বালানিনালী এবং খোলা তার গ্রীষ্মে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। তিনি আরও বলেন, তাপমাত্রা অনুযায়ী ইঞ্জিন অয়েল, কুল্যান্ট এবং টায়ারের চাপ নিয়মিত পরীক্ষা করা উচিত। এসব ছোটখাটো সতর্কতা বড় দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নিরাপত্তা বিশেষজ্ঞ রাশিদ আল বলুশি গাড়ির ভেতরে দাহ্য বস্তু যেমন এয়ারোসল ক্যান, সানস্ক্রিন স্প্রে কিংবা পাওয়ার ব্যাংক ফেলে না রাখার পরামর্শ দিয়েছেন। তার মতে, গরমে এসব সামগ্রী বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে দেয়। তিনি প্রতিটি গাড়িতে অগ্নিনির্বাপক যন্ত্র রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

রয়্যাল ওমান পুলিশ (ROP) এবং সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স অথরিটি (CDAA) গাড়ির নিয়মিত চেকআপ নিশ্চিত করা এবং দীর্ঘ রোড ট্রিপের আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রোদে দীর্ঘ সময় গাড়ি পার্ক না করা এবং জ্বালানির ফাঁস নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা সরকারের পক্ষ থেকে গ্রীষ্মকালীন সচেতনতামূলক প্রচার চালানোর দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ সময়মতো সতর্ক হয়ে দুর্ঘটনা এড়াতে পারে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post