শনিবার (৭ জুন) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বজ্রসহ মেঘ গঠনের সম্ভাবনার বিষয়ে ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAA) একটি সতর্কবার্তা জারি করেছে।
এই সতর্কতায় জানানো হয়েছে, মুসান্দাম, মসকাট, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, উত্তর ও দক্ষিণ আল শারকিয়াহ, আদ দাখিলিয়াহ, আদ দাহিরাহ এবং আল বুরাইমি অঞ্চলের পার্বত্য এলাকাগুলিতে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে।
এসময় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ থেকে ৪৫ মিমি পর্যন্ত হতে পারে, যা ২০–৪৫ নট গতির শক্তিশালী দমকা হাওয়া, ওয়াদিতে আকস্মিক বন্যা, দৃষ্টিসীমা হ্রাস এবং শিলাবৃষ্টির আশঙ্কা তৈরি করছে।
আরও পড়ুন
আবহাওয়ার এমন প্রতিকূল অবস্থায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে, ওয়াদি ও নিচু এলাকা এড়িয়ে চলতে, আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে অনুরোধ জানানো হয়েছে।