ওমানে প্রবাসীসহ ৬৪৫ জনকে ক্ষমা করলেন সুলতান

Haitham bin tariq al said

ওমানে প্রবাসীসহ ৬৪৫ জন কারাবন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সুলতান হাইথাম বিন তারিক। ঈদুল আযহা উপলক্ষ্যে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। এক্সে দেওয়া এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওমান সুলতান ওমানিদের পাশাপাশি প্রবাসীদেরও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। তবে প্রবাসীরা সংখ্যায় কতজন তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

প্রতি বছর দুই ঈদ, ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন সুলতান। প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।

আগামীকাল ওমানে ঈদুল আযহার প্রথম দিন। এবছর নিজুয়ার সুলতান কাবুস মসজিদে ঈদের নামাজ আদায় করবেন সুলতান হাইথাম বিন তারিক। বুধবার রয়্যাল কোর্ট দিওয়ানের বিবৃতিতে জানানো হয়, ঈদের নামাজে সুলতানের সঙ্গে থাকবেন রাজপরিবারের সদস্য, মন্ত্রী ও উপদেষ্টা, সুলতানের সশস্ত্র বাহিনী, রয়্যাল ওমান পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও স্টেট কাউন্সিল এবং মাজলিস আশ-শুরার সদস্য, স্থানীয় প্রশাসনের ওলি, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা তার সঙ্গে উপস্থিত থাকবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize