ঢাকার মিরপুরে কুখ্যাত সন্ত্রাসী মঞ্জুরুল ইসলাম ওরফে ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবারও আলোচনায় এসেছেন আলোচিত অপরাধী সুমন শিকদার ওরফে মুসা। সোমবার (১ জুন) তাকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন আদালতের মাধ্যমে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে ২০২২ সালে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছিলেন মুসা। রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে গুলি করে টিপুকে হত্যা করা হয়। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও। হত্যাকাণ্ডের পর মুসা পালিয়ে ওমানে আশ্রয় নেন।
বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের সহায়তায় ২০২২ সালের ১২ মে ওমানে মুসাকে গ্রেপ্তার করে। পরে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ৯ জুন তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পাঁচ মাস পর, চলতি বছরের ৩ জানুয়ারি জামিনে মুক্তি পান মুসা।
আরও পড়ুন
পুলিশের দাবি, চলতি বছরের ২০ জানুয়ারি পল্লবীতে সন্ত্রাসী ‘ব্লেড বাবু’কে কুপিয়ে হত্যার নেতৃত্বে ছিলেন মুসা। এই ঘটনায় তাকে প্রধান অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। হত্যার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ডিবি সূত্র জানায়, নিহত বাবু ছিলেন আলোচিত শাহীন উদ্দিন হত্যা মামলার আসামি এবং পল্লবী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে ‘মামুন’ গ্রুপের ঘনিষ্ঠ সদস্য। দীর্ঘদিন ধরে পল্লবীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুসা ও মামুন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পুলিশ আরও জানায়, মামুন বর্তমানে বিদেশে অবস্থান করে পল্লবীর অপরাধচক্র পরিচালনা করছেন।