সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ওমানে তার সরকারি সফর শেষে সোমবার দেশে ফিরে গেছেন। মাসকাটের বেসরকারি বিমানবন্দরে ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হিজ হাইনেস সাইয়্যেদ থিয়াজিন বিন হাইথম আল সাঈদ তাকে বিদায় জানান।
এই বিদায় অনুষ্ঠানে ওমানের বিশেষ অর্থনৈতিক ও মুক্ত অঞ্চলের সরকারি সংস্থার চেয়ারম্যান শেখ ড. আলি বিন মাসউদ আল সুনাইদি, সামাজিক উন্নয়ন মন্ত্রী ড. লায়লা বিনতে আহমেদ আল নাজ্জার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাসচিব ড. মোহাম্মদ বিন নাসের আল যাবি এবং দুবাইয়ে অবস্থিত ওমান বাণিজ্যিক কার্যালয়ের প্রধান সালিম বিন মুসলাম আল কাথিরিও উপস্থিত ছিলেন।
শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের এই সফরটি ছিল দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার একটি প্রয়াস। এই সফরের সময় দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এই সফরটি ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা করা যাচ্ছে।