ওমানের ইতিহাসে প্রথমবারের মতো সবচেয়ে উঁচু জাতীয় পতাকাস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। রাজধানী মাস্কাটের আল খুওয়াইর স্কয়ারে স্থাপিত এই স্তম্ভটি দেশটির ঐক্য, গর্ব ও জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ পতাকাস্তম্ভের উদ্বোধন করেন মাস্কাটের গভর্নর সাইয়্যেদ সৌদ বিন হিলাল আল বুসাইদি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্কাট পৌরসভার চেয়ারম্যান আহমেদ বিন মোহাম্মদ আল হুমাইদি ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই পতাকাস্তম্ভের উচ্চতা ১২৬ মিটার, যা প্রায় ৪০ তলা একটি ভবনের সমান। শীর্ষে ওড়ানো হয়েছে বিশাল আকারের ওমানি জাতীয় পতাকা, যার দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ৪৪ মিটার। এটি বর্তমানে ওমানের সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো হিসেবে স্বীকৃত।
আরও পড়ুন
এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ১৩৫ টন ইস্পাত ব্যবহার করা হয়েছে এবং এতে যুক্ত করা হয়েছে বিমান সতর্কীকরণ আলোসহ উন্নতমানের নিরাপত্তা ব্যবস্থা। স্তম্ভটির নিচের অংশের ব্যাস ২,৮০০ মিমি এবং উপরের দিক ক্রমশ সরু হয়ে ৯০০ মিমি পর্যন্ত সংকীর্ণ। মাস্কাট পৌরসভা ও বেসরকারি প্রতিষ্ঠান জিন্দাল শাদীদ আয়রন অ্যান্ড স্টিল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করে। প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই পতাকাস্তম্ভের সকল ব্যয়ভার বহন করেছে জিন্দাল গ্রুপ।
পতাকাস্তম্ভকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে একটি বিস্তীর্ণ স্কয়ার, যার আয়তন প্রায় ১৮,০০০ বর্গমিটার। এখানে রয়েছে পামগাছ-বেষ্টিত পথ, সবুজ উদ্যান, হাঁটার ট্র্যাক, সাইকেল লেন, স্কেট পার্ক, বহিরাঙ্গন শিল্পকলা এলাকা এবং খেলাধুলার জন্য উপযুক্ত অবকাঠামো। দর্শনার্থীদের জন্য পাবলিক টয়লেট ও ১০০টির বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এই প্রকল্প মাস্কাট শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ওমানিদের মধ্যে জাতীয় ঐক্য ও গর্বের অনুভূতি জাগিয়ে তুলছে।