ওমানে নারী পাচার করে অসামাজিক কাজ করানোর অভিযোগে ৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাচারের শিকার ভুক্তভোগীরাও বাংলাদেশি বলে জানা গেছে। সোমবার রয়্যাল ওমান পুলিশ এক এক্স বার্তায় এই তথ্য জানায়। গ্রেপ্তার প্রবাসীদের বিরুদ্ধে মানব পাচারের পর নারীদের পতিতাবৃত্তিতে নামানোর মত গুরুতর অভিযোগ আনা হয়েছে।
ওমানে মানব পাচার সংক্রান্ত অপরাধের শাস্তি অত্যন্ত কঠোর। ২০০৮ সালের রয়্যাল ডিক্রি অনুযায়ী “Combating Human Trafficking Law” প্রণয়ন করা হয়, যার আওতায় মানব পাচারের অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড—দুই ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে।
এই আইনে বলা হয়েছে, যদি কেউ কাউকে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করে, যৌন শোষণের উদ্দেশ্যে পাচার করে, দাসত্বে আবদ্ধ করে বা অঙ্গপাচারের উদ্দেশ্যে স্থানান্তর করে, তবে সেই ব্যক্তি মানব পাচারের দায়ে অভিযুক্ত হবেন। প্রমাণিত হলে তাকে পনেরো বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। সঙ্গে দেড় লাখ ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা আরোপের বিধানও রয়েছে।