ওমানের জনপ্রিয় প্রবাসী ব্যবসায়ী থমাস আর নেই

Oman's popular expatriate businessman thomas is no more

ওমানে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ব্যবসা ও সমাজসেবার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া বিশিষ্ট ভারতীয় প্রবাসী কোশি পি. থমাস আর নেই। রোববার ভারতের চেন্নাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি গত কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

থমাস ছিলেন ডেকরস্টোন ইন্টারন্যাশনাল এলএলসি’র প্রতিষ্ঠাতা পরিচালক। ওমানের নির্মাণ খাতে অনন্য অবদান রাখা এই প্রতিষ্ঠানটি “ডেকরস্টোন” নামক একটি বিশেষ ক্ল্যাডিং স্টোন তৈরি করে, যা দেশটির আবহাওয়ার উপযোগী করে ডিজাইন করা হয়েছিল। ওমানের নির্মাণ সামগ্রী শিল্পে এই উদ্ভাবন এক নতুন দিগন্ত উন্মোচন করে দেয়।

ব্যবসায়ের পাশাপাশি থমাস ছিলেন সমাজসেবায় নিবেদিত প্রাণ। তিনি মাদকদ্রব্যের অপব্যবহার, মদ্যপান ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে নিরলস কাজ করে গেছেন। এ বিষয়ে তিনি একাধিক বইও রচনা করেছেন। ধর্মীয়ভাবে তিনি ছিলেন মুতরাহ ব্রেথরেন অ্যাসেম্বলির জ্যেষ্ঠ সদস্য এবং ওমানের প্রোটেস্ট্যান্ট চার্চের নিবেদিতপ্রাণ সদস্য।

তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। থমাসের মৃত্যুতে ওমানের প্রবাসী কমিউনিটি ও ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post