ওমানে ভয়াবহ বিস্ফোরণে ২ প্রবাসী নিহত

Expatriates killed in deadly explosion in oman

ওমানের রাজধানী মাস্কাটের বাউশার এলাকায় একটি আবাসিক কাম বাণিজ্যিক ভবনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের পর বিল্ডিং ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন এশীয় প্রবাসী প্রাণ হারিয়েছেন। ঘটনার পরপরই ওমানের সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

2 expatriates killed in deadly explosion in oman

আশপাশের এলাকা খালি করে ফেলা হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি রেস্তোরাঁর রান্নাঘরে গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত ঘটে। ওই বিস্ফোরণেই ভবনের একটি অংশ ধসে পড়ে এবং প্রাণহানির ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনার পর দেশটির ফায়ার সার্ভিস ভবন মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে গ্যাস ব্যবহারে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশেষ করে গ্যাস সিলিন্ডার ব্যবহারে বাড়তি সচেতনতা ও নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post