ওমানের মধ্যস্ততায় থামলো তৃতীয় বিশ্বযুদ্ধ!

ওমানের মধ্যস্ততায় থামলো তৃতীয় বিশ্বযুদ্ধ!

তীব্র নিষেধাজ্ঞা, দফায় দফায় হুমকি কিংবা সরাসরি যুদ্ধের সম্ভাবনা—সবকিছুকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় দেশ ওমান একটি উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্য অর্জন করেছে। দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার পর ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের এক পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি কমাতে একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

গতকাল অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ২০১৮ সালের পর দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ। বৈঠকে মধ্যস্থতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তার নেতৃত্বে দু’পক্ষের আলোচনায় কিছু প্রাথমিক অগ্রগতি লক্ষ্য করা গেছে, যার ফলে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

বৈঠকে সরাসরি আলোচনার পরিবর্তে ‘পরোক্ষ সংলাপ’ পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে ওমান একটি নিরপেক্ষ মাধ্যম হিসেবে কাজ করেছে। বৈঠকের পর, আগামী সপ্তাহে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দুই দেশই সম্মতি জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব কূটনীতির এই উত্তাল সময়ে ওমানের এমন উদ্যোগ শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্যই এক আশার আলো। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি করায় দেশটি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post