ওমানে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ও ছুটি ঘোষণা

সৌদি ছাড়াও বুধবার যেসব দেশে ঈদ

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদের তারিখ ঘোষণা করেছে ওমান। শনিবার সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা না যাওয়ায় ওমানে ঈদুল ফিতর পালিত হবে সোমবার। সঙ্গে কর্মীরাও লম্বা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছেন।

রয়্যাল ফরমান অনুযায়ী, রোববার থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী বৃহস্পতিবার এবং অফিশিয়াল কার্যক্রম ৬ এপ্রিল রবিবার থেকে শুরু হবে। অর্থ্যাৎ এ বছর ঈদে নয় দিনের লম্বা ছুটি মিলেছে।

এবার ঈদের প্রথম দিনের মতো ছুটি নিয়েও বেশ অস্পষ্টতার মধ্যে ছিলেন ওমানের স্থানীয় এবং প্রবাসী কর্মীরা। অবশেষে সেই অপেক্ষার পর্ব ফুরালো। শনিবার সন্ধ্যায় ঈদ ও ছুটির সময়কাল নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিলো ওমান সরকার। ছুটির বাধ্যবাধকতা আরোপ করে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে কর্মীদের কাজে রাখা যেতে পারে। তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন।

এ বছর ঈদুল ফিতরের ছুটির অস্পষ্টতায় মন্দের ভালোর ভাগ পড়েছে পর্যটন সংশ্লিষ্টদের। সময়ের বাঁধাধরায় ভ্রমণপিপাসুরা দেশের বাইরের গন্তব্যের চেয়ে দেশিয় স্পটগুলোকেই বেড়ানোর জন্য বেছে নিচ্ছেন। এবার জিসিসির দেশগুলি থেকেও উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী আসবে বলেও ধারণা করা হচ্ছে। ২০২৪ সালে ওমানে প্রায় চার মিলিয়ন পর্যটক এসেছিলেন। তবে পর্যটন শিল্প বিশেষজ্ঞদের মতে, ঈদের ছুটিতে এই বছর আরও বেশি সংখ্যক লোকের সমাগম ঘটবে।

আরও দেখুন: