ওমানে ভয়াবহ ঘটনা: প্রবাসীর হাতে প্রবাসী খুন

ওমানে ভয়াবহ ঘটনা: প্রবাসীর হাতে প্রবাসী খুন

Probash Time Whatsapp Channel

ওমানের সালালা শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ব্যক্তিগত শত্রুতার জেরে এক প্রবাসী নাগরিক তারই স্বদেশী অন্য এক প্রবাসী কর্তৃক নিহত হয়েছেন। রয়্যাল ওমান পুলিশ (আরওপি) তাদের আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ধোফার গভর্নরেটের সালালা নামক স্থানে একই জাতীয়তার দুই প্রবাসীর মধ্যে সংঘর্ষের ফলে এই প্রাণহানির ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত প্রবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

ওমানে ভয়াবহ ঘটনা: প্রবাসীর হাতে প্রবাসী খুন

পুলিশ বিবৃতিতে নিহত ও অভিযুক্ত প্রবাসীদের বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও জানিয়েছে যে তারা উভয়েই এশীয় জাতীয়তার নাগরিক। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলে আসছিল, যার ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত প্রবাসী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে, বুধবার ওমানের অপরাধ তদন্ত বিভাগ জালান বানি বুয়ালি এলাকা থেকে আরও তিন জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ এবং স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তারকৃত প্রবাসীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত প্রবাসীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওমান সরকার দেশে প্রবাসী শ্রমিকদের মধ্যে সংঘটিত অপরাধ কঠোর হস্তে দমনের নীতি নিয়েছে। এই লক্ষ্যে, নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, ওমানের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কোনো প্রকার অপরাধকেই বরদাশত করা হবে না, তা সে যেই করুক না কেন।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city