ওমানের আকাশে ঈদের চাঁদ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশটির খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানীরা জোরালোভাবে আভাস দিয়েছেন যে, এ বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেই হিসেবে আগামী ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতরের প্রথম দিন উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ওমান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির অবজার্ভেটরির প্রধান আব্দুল ওয়াহাব আল বুসাইদি এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান, ২৯শে রমজান অর্থাৎ আগামী ২৯ মার্চ সন্ধ্যায় সূর্য ৬টা ২১ মিনিটে অস্ত যাবে, এবং এর মাত্র পাঁচ মিনিট পর, সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে চাঁদেরও অস্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে, ঐ সন্ধ্যায় ওমানের আকাশে ঈদের চাঁদ দেখা প্রায় অসম্ভব।
এদিকে, পবিত্র রমজান মাসের দিন অতিবাহিত হওয়ার সাথে সাথেই ওমানে কর্মরত প্রবাসী কর্মীরাও ঈদ-উল-ফিতরের আনন্দ এবং সম্ভাব্য ছুটির দিনের প্রহর গুনছেন। জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস সত্যি হলে, এ বছর ওমানে ঈদের ছুটি পাঁচ দিন হতে পারে।
তবে, যদি এর সাথে পূর্ববর্তী ও পরবর্তী সপ্তাহান্তের ছুটি যোগ করা হয়, তাহলে প্রবাসী কর্মীরা সর্বমোট নয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পেতে পারেন। দীর্ঘ এই ছুটি নিঃসন্দেহে তাদের ঈদ উৎসবের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
আরও পড়ুন
উল্লেখ্য, আগামী ২৯ মার্চ ওমানের চাঁদ দেখা কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই আনুষ্ঠানিকভাবে ঈদের দিন এবং ছুটির সময়কাল ঘোষণা করবে ওমান সরকার।
জ্যোতির্বিজ্ঞানীদের অনুমানের ওপর ভিত্তি করে এখন থেকেই ঈদের প্রস্তুতি শুরু করেছেন অনেকেই, তবে চূড়ান্ত ঘোষণার জন্য সকলের দৃষ্টি এখন চাঁদ দেখা কমিটির দিকে নিবদ্ধ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
