ওমানে পবিত্র মাহে রমজানের অর্ধাংশ অতিবাহিত হওয়ার পর থেকেই ঈদ-উল-ফিতরের আনন্দঘন উৎসবের প্রহর গুনছেন কর্মীরা। এ বছর ওমানে সম্ভাব্য ছুটির দিন সংখ্যা নিয়ে চলছে নানা জল্পনা – কারো মতে পাঁচ দিন, আবার কারো প্রত্যাশা নয় দিনের দীর্ঘ অবকাশের। তবে, ছুটির এই হিসাব সম্পূর্ণরূপে নির্ভরশীল পবিত্র ঈদের চাঁদ দেখার উপর।
ওমান এবং সৌদি আরবের জ্যোতির্বিদগণ ইতিমধ্যেই ২৯ রমজান পূর্ণ হওয়ার পরেই ঈদের চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। এই পূর্বাভাস কর্মীদের মধ্যে ছুটির আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
আগামী ২৯ মার্চ তারিখে ওমানের চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে ঈদের প্রথম দিন। যদি ২৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে ওমানে ঈদের ছুটি শুরু হবে ৩০ মার্চ, শনিবার থেকে এবং তা চলবে ১ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত।
এর ফলে, পূর্ববর্তী সাপ্তাহিক ছুটির দিনগুলো যুক্ত হয়ে কর্মীরা সর্বমোট পাঁচ দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন এবং ২ এপ্রিল, বুধবার থেকে পুনরায় অফিসিয়াল কার্যক্রম শুরু হবে।
তবে, যদি ২৯ মার্চ তারিখে চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ পালিত হবে ৩১ মার্চ, রবিবার। এই পরিস্থিতিতে, ঈদের ছুটি পূর্বের ন্যায় একই তারিখে শুরু হয়ে ২ এপ্রিল, বুধবার পর্যন্ত বহাল থাকবে।
এখানেই শেষ নয়, কর্মীদের জন্য আরও একটি সুখবর অপেক্ষা করছে। যদি তারা ৩ এপ্রিল, বৃহস্পতিবারের ঐচ্ছিক ছুটি কাজে লাগাতে পারেন, তবে সাপ্তাহিক ছুটির দিনগুলির সাথে মিলিত হয়ে তারা দীর্ঘ নয় দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।
এই সম্ভাব্য বর্ধিত ছুটির সময়কাল সম্পর্কে ওমান সরকার পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বলে আশা করা যাচ্ছে। ঈদ কবে হবে এবং ছুটির মেয়াদ কতদিন হবে, তা জানতে ওমানের জনগণ এখন ২৯ মার্চের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
