ওমানে প্রেম, দেশে প্রতারণা—স্বামীর খোঁজে প্রবাসী নারীর অনশন

ওমানে প্রেম, দেশে প্রতারণা—স্বামীর খোঁজে প্রবাসী নারীর অনশন

Probash Time Whatsapp Channel

স্বামীর ভালোবাসা ও সন্তানের অধিকার পেতে দীর্ঘদিন ধরে অনশন চালিয়ে ব্যর্থ এক প্রবাসী নারী অবশেষে আত্মহত্যার চেষ্টা করেছেন। ভোলার চরফ্যাশনের ওমরপুর ইউনিয়নের ওমান প্রবাসী হাসান সাজীর বাড়িতে ঘটে এ ঘটনা।

ভুক্তভোগী নারী মিতু আক্তার, যিনি রাজধানী মোহাম্মদপুরের বাসিন্দা এবং কর্মসূত্রে সৌদি আরবে ছিলেন। কয়েক বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জীবিকার প্রয়োজনে প্রবাসে পাড়ি জমান। ওমানে অবস্থানকালে প্রবাসী যুবক হাসানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২১ সালে দেশে ফিরে তারা বিয়ে করেন এবং পরে আবার সৌদি আরবে যান।

মিতুর অভিযোগ, হাসান পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং কৌশলে তাদের একমাত্র কন্যাসন্তান রোজাকে দেশে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মিতুর আয়ের টাকা আত্মসাৎ করে গোপনে আরেকটি বিয়ে করে সে। এরপর থেকে হাসানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সন্তানকে ফিরে পেতে এবং স্বামীর প্রতারণার বিচার চেয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে স্বামীর বাড়িতে অনশন শুরু করেন মিতু। তবে হাসান ও তার পরিবার তাকে স্বীকার না করে ফাঁকা ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। উপরন্তু শাশুড়ি রাহিমা বেগম তাকে নির্যাতন চালাতেন বলে অভিযোগ করেছেন মিতু।

অনশন চালিয়ে আশানুরূপ ফল না পেয়ে অবশেষে ৯টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিতু। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

মিতু আক্তার এখন হাসপাতালে চিকিৎসাধীন। সন্তানের অধিকার ও নিজের স্বামীর প্রতারণার বিরুদ্ধে তিনি ন্যায়বিচার চান।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city