ওমানে এসে ইসলামে আকৃষ্ট হচ্ছেন বিদেশিরা

ওমানে বৈধতার সুযোগ: বিস্তারিত তথ্যের অভাবে দুশ্চিন্তা কাটছে না প্রবাসীদের

ওমানে চলতি রমজান মাসে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছেন ইতালির এক ক্যাথলিক খ্রিষ্টান, লরেঞ্জো।

গত ৪ মার্চ নিজুয়ার হারাত আল আকারের ইসলাম ইনট্রুডাকশন সেন্টারে তিনি শাহাদাহ পাঠ করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয় ‘তালিব’।

 

View on Threads

 

তালিবের ইসলাম গ্রহণের পরপরই তাঁর আবেগঘন মুহূর্তের দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, যা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তিনি উপস্থিত মুসলমানদের স্বতঃস্ফূর্তভাবে আলিঙ্গন করেন, যা আন্তরিকতার এক অনন্য উদাহরণ হয়ে ওঠে।

এ বছর ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় আয়োজন ছিল ৭ মার্চ অনুষ্ঠিত “তা’আরুফ”-এর অষ্টম বার্ষিক সংস্করণ। মাস্কাটের ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ ইসলাম সম্পর্কে ধারণা লাভ করেন।

এদিন ১৫ নারীসহ মোট ১৭ জন ইসলাম গ্রহণ করেন। নওমুসলিম নারীদের বেশিরভাগই বিদেশি, যারা ইসলাম সম্পর্কে জানার পর রমজানের পবিত্রতা ও ইসলামের প্রতি তাদের গভীর অনুভূতি প্রকাশ করেন।

রমজানের শুরুতেই মাস্কাটের আল খুদ এলাকায় এক আফ্রিকান প্রবাসী ইসলাম গ্রহণ করে আলোচনায় আসেন। তাঁর ইসলাম গ্রহণের খবর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে আনন্দের ঢেউ তোলে।

ওমানে ইসলাম প্রচারের এই প্রবণতা রমজানের বরকতময় প্রভাবকেই প্রতিফলিত করে। বিভিন্ন জাতি ও ধর্মের মানুষের ইসলামের প্রতি আগ্রহ বাড়ায় স্থানীয় দাওয়াতি কেন্দ্রগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

আরও দেখুনঃ