ওমানের সিবে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

ওমানের সিবে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

ওমানের সিবে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মাবেলা এলাকার একটি আবাসিক ভবনে এই দুর্ঘটনা ঘটে। তবে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।

এই ঘটনার পর ওমানে অগ্নিকান্ডের ঝুঁকির বিষয়টি ফের আলোচনায় এসেছে। এর আগে গেলো জানুয়ারির মাঝামাঝিতেও সিব অঞ্চলে আগুনে পুড়ে আহত হন ৪ প্রবাসী।

ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি নিজেদের এক্স হ্যান্ডেলে অগ্নিকাণ্ড থেকে সুরক্ষায় বেশকিছু নির্দেশনা দিয়েছে।

No Image

সংস্থাটির মতে, বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় সাধারণত গ্যাস সিলিন্ডারগুলো থেকে। ফলে রান্না শেষ হওয়ার সাথে সাথে গ্যাস সিলিন্ডারের ভালভ বন্ধ করা প্রয়োজন।

পাশাপাশি কর্তৃপক্ষ’র অনুমোদিত সংযোগ ব্যবহার করা, রান্নাঘরের বাইরে বায়ুচলাচলযুক্ত স্থানে গ্যাস সিলিন্ডার স্থাপন করা এবং গ্যাস সিলিন্ডারের কাছে দাহ্য পদার্থ এড়িয়ে চলা জরুরি।

ওমানের সিবে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডসিভিল ডিফেন্স বলছে, সাধারণের অসাবধানতার কারণেই এধরণের ঘটনাগুলো ঘটছে। তাই অতি সতর্কতার জন্য ঘর বাড়িতে ধোঁয়া এবং গ্যাস লিকেজ ডিটেক্টর স্থাপন করা উচিত। যেখানে সেখানে জ্বলন্ত সিগারেটের বাট নিক্ষেপ করা থেকেও বিরত থাকা প্রয়োজন।

গরমকাল আসতে আসতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে। ফলে এ বিষয়ে সবাইকে সাবধান হতে অগ্রিম সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। এছাড়া কোথাও আগুন লাগলে দ্রুত জরুরি সেবায় কল করে সাহায্য চাইতে বলা হয়েছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post