ওমানের ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন, পুলিশের নতুন ঘোষণা

ওমানের ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন, পুলিশের নতুন ঘোষণা

রমজানে যানজট নিরসনে ব্যস্ত সময়ে ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ।

এক বিবৃতিতে ওমান পুলিশ বলেছে, পবিত্র রমজান মাসে যানজট রোধ করার জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত এবং দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এ ছাড়া শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মাস্কাটের আল দাখিলিয়াহ রোড এবং আল বাতিনা হাইওয়েতে ট্রাক চালকদের একই নির্দেশনা মানতে হবে। রমজান মাসে যানজট ওমানে একটি সাধারণ সমস্যা।

বিশেষ করে বিকেলে অফিস ফিরতি মানুষের ঢল, ঈদ উপলক্ষ্যে শপিং সেন্টার ঘিরে মানুষের চলাচল বৃদ্ধি এবং ইফতারের কেনাকাটার কারণে জ্যামের দুরাবস্থা প্রকট হয়। ভারী যানবাহনের আধিক্যর কারণে এই সংকট আরও কঠিন হয়ে ওঠে।

যদিও গত বছরের মত এবারও কর্মীদের জন্য সুবিধাজনক কর্মঘণ্টা এবং রিমোট কাজের নির্দেশনা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। এবার ভারী যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করল পুলিশ। ফলে রাস্তাঘাটে কিছুটা চাপ কম পড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post