ওমানে পার্ট টাইম কাজের নতুন নির্দেশনা: শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

Ministry of Labour

ওমানের শ্রম মন্ত্রণালয় পার্ট টাইম কাজের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে, যা কর্মসংস্থান ব্যবস্থাকে আরও সংগঠিত করতে সহায়তা করবে।

নতুন নিয়ম অনুযায়ী, পার্ট টাইম কর্মীদের দৈনিক অন্তত ৪ ঘণ্টা কাজ করতে হবে এবং সাপ্তাহিক কাজের সময়সীমা ২৫ ঘণ্টা অতিক্রম করা যাবে না।

নতুন নির্দেশনায় ঘন্টাপ্রতি মজুরি ৩ রিয়াল নির্ধারণ করা হয়েছে, যা কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক হিসেবে বিবেচিত হবে। কর্মীর দায়িত্ব ও শর্তাবলী স্পষ্ট করে জানানো এবং তাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা ফান্ডে অন্তর্ভুক্ত করাও নিয়োগকর্তার দায়িত্ব হবে।

সরকার জানিয়েছে, প্রবাসী কর্মীদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এটি মূলত শিক্ষার্থী, বেকার এবং অবসরপ্রাপ্ত নাগরিকদের কর্মসংস্থানে সহায়তার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ওমান সরকার স্থানীয় শ্রমশক্তিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ কিছুটা সীমিত হয়ে আসছে। স্থানীয় কর্মীদের জন্য একটি সুষ্ঠু এবং সুশৃঙ্খল কর্মপরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

এই উদ্যোগ ওমানের শ্রমবাজারকে আরও সুসংগঠিত এবং আধুনিক করার পথে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post