পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত ওমানসহ মুসলিম বিশ্ব

পবিত্র রমজানকে স্বাগত জানাতে প্রস্তুত ওমানসহ মুসলিম বিশ্ব

পবিত্র রমজান মাসের শুরু হতে আর দুই মাসেরও কম সময় বাকি। মুসলিম বিশ্বের সবচেয়ে পবিত্র এ মাসকে সামনে রেখে বিশ্বজুড়ে মুসলমানরা ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছেন।

রমজানকে ঘিরে বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশে শুরু হয়েছে বিশেষ পরিকল্পনা ও আয়োজন। প্রতিটি দেশ তাদের নিজস্ব ক্যালেন্ডারের ভিত্তিতে সম্ভাব্য তারিখ নির্ধারণের কাজ করছে। এই ধারায় ওমান ইতোমধ্যে সম্ভাব্য রমজানের শুরুর তারিখ ঘোষণা করেছে।

রমজান মুসলমানদের জন্য সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে বিশ্বজুড়ে মুসলমানরা রোজা পালন করেন এবং সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনে গভীর মনোনিবেশ করেন। রোজার পাশাপাশি ইবাদত, দান-সদকা এবং অন্যের সেবা করার জন্য এই সময়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।

প্রস্তুতির অংশ হিসেবে অনেক দেশে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়ানো হচ্ছে। পাশাপাশি সামাজিক সেবামূলক কার্যক্রম এবং দানের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

রমজান মাসের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল হলেও আশা করা হচ্ছে, এই বছর রমজান মাসের শুরু আগামী দুই মাসের মধ্যেই হবে।

মুসলিম বিশ্ব ইতোমধ্যেই এই পবিত্র মাসকে উদযাপন করার জন্য অগ্রীম প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করেছে, যা রমজানের আধ্যাত্মিক গুরুত্বকে আরও গভীর করে তুলবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post