রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) হামলা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি নেতা ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। একই মামলায় অভিযুক্ত করা হয়েছে ওমর আইয়ুব খান, রাজা বাসারাত ও আহমেদ চাট্টাসহ পিটিআই’র আরও কয়েকজন নেতাকেও।
দুর্নীতি ও অন্যান্য অভিযোগে করা মামলায় গত বছরের ৯ মে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে। ওই দাঙ্গা অন্তত ২৪ ঘণ্টা ধরে চলে। এতে অন্তত ১০ জন প্রাণ হারান এবং আরও কয়েকশ’ নাগরিক আহত হন।
ডনের প্রতিবেদন মতে, সেদিন লাহোরের জিন্নাহ হাউস ও আসকারি টাওয়ার, রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্স, ফয়সালাবাদ ইন্টার-সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) চাকদারার এফসি ফোর্ট, পেশোয়ারের রেডিও পাকিস্তান ভবন, সোয়াত মটরওয়ের টোল প্লাজা এবং মিয়াওয়ালি বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।
মোট ৬২টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়। এতে ২.৫ বিলিয়ন রুপি ক্ষতি হয়। এর মধ্যে সেনাবাহিনীর ক্ষতি ১.৯৮ বিলিয়ন রুপি। পাকিস্তান সামরিক বাহিনী দাবি করে আসছে, সহিংসতার ঘটনাগুলো পিটিআই নেতৃত্বের সমন্বিত ও পরিকল্পিত আক্রমণ ছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post