দালালের মাধ্যমে সৌদি গিয়ে রুবেল মিয়া নামে এক প্রবাসী প্রতারণার শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে সৌদিতে বেকার থাকা রুবেল আকামা না থাকায় কোম্পানির মামলায় পড়েছেন। এ পরিস্থিতিতে বাড়িতে খেয়ে না খেয়ে দিন কাটছে তার পরিবারের সদস্যদের।
অনুসন্ধানের পর একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, প্রবাসী রুবেল মিয়ার মা ও স্ত্রী-সন্তান আহাজারিতেই দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে সম্প্রতি থানায় ও সেনাক্যাম্পে অভিযোগ করেছেন বলে জানান প্রবাসী রুবেলের স্ত্রী মিনারা বেগম।
অভিযোগ সূত্রে জানা গেছে, দেড় বছর আগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রেজাউল শেখ নিজ গ্রামের রুবেলকে সৌদি যাওয়ার প্রলোভন দেখান।
এক পর্যায়ে রুবেল মিয়া ধারদেনা করে রেজাউল শেখকে চার লাখ টাকা দেন। এরপর প্রাথমিক প্রক্রিয়া শেষে রেজাউল শেখ তার সৌদি প্রবাসী সমন্ধি কামাল মিয়ার কাছে পাঠান।
আকামা ছাড়াই সেখানে গিয়ে কর্মহীন হয়ে পড়েন রুবেল। এরপর জীবিকার তাগিদে বিভিন্ন কৌশলে একাধিক কোম্পানি কাজ নিয়েও তা স্থায়ী হয়নি।
উল্টো রেজাউল শেখ ও কামাল মিয়ার কারসাজিতে একটি কোম্পানির মামলায় পড়েন রুবেল মিয়া। এসব ঘটনার শিকার হয়ে সৌদিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে রুবেল মিয়াসহ তার স্ত্রী-সন্তানেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post