ভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) বাংলাদেশি রোগীদের চিকিৎসা বয়কটের আহ্বানকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে।
৪ ডিসেম্বর বুধবার কলকাতা ও আগরতলায় সংবাদ সম্মেলন করে পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা জানান, বাংলাদেশি রোগী এবং হোটেল ব্যবসায়ীদের পর্যটক বয়কটের বিরুদ্ধে তারা দৃঢ় প্রতিবাদ জানাচ্ছেন।
আইএমএ’র চিকিৎসকরা বলেছেন, “চিকিৎসকের কাছে সমস্ত রোগী সমান। কোনো রোগীর জাত, ধর্ম বা দেশের পরিচয় থাকে না।”
তারা আরো বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতা দুই দেশের মধ্যে, যেমন রোগীদের ক্ষতি করছে, তেমনি ভারতের মেডিকেল খাতকেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ডা. এন কাঞ্জিলাল বলেছেন, “চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের দেশের পতাকা দেখিয়ে তাদের বয়কট করা এবং চিকিৎসা না দেওয়া একেবারেই অগ্রহণযোগ্য এবং চিকিৎসা নীতির পরিপন্থী।”
ভিসা সমস্যার কারণে অনলাইন চিকিৎসা সেবার বিষয়ে বিস্তারিত জানিয়ে চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশি রোগীদের সব পরিস্থিতিতেই চিকিৎসা সেবা প্রদান করা হবে। একই সাথে, খুব শীঘ্রই একটি বিশেষ ‘হেল্পলাইন’ চালু করার পরিকল্পনা রয়েছে।
রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে উঠে, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় ও মধুর করার জন্য তারা আশা প্রকাশ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post