সিলেটের কানাইঘাট সীমান্তে উস্কানিমূলক লিফলেট বিতরণের অভিযোগে মো. শামীম আহমেদ নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত শামীম আহমেদ কানাইঘাট উপজেলার চতুল বাজার রাউত গ্রামের বাসিন্দা আফতাব উদ্দিনের ছেলে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ৪৮ বিজিবির সংগ্রাম বিওপির দায়িত্বাধীন টিকলী জিরো পয়েন্ট এলাকায় ঘটনাটি ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, শামীম আহমেদ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের উদ্দেশ্যে উস্কানিমূলক লিফলেট বিতরণ করছিলেন।
বিএসএফ সদস্যরা লিফলেটের ভাষা বুঝতে না পেরে স্থানীয় এক পর্যটক ক্যামেরাম্যানের সহায়তা নেন। ওই ক্যামেরাম্যান বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিজিবি সদস্যদের অবহিত করেন।
বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে শামীম আহমেদকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
বিষয়টি নিয়ে বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে। উস্কানিমূলক কার্যকলাপের এই ঘটনায় সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post