সৌদি আরবের তথ্যপ্রযুক্তি খাত, বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
একইসঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার অনিবন্ধিত বাংলাদেশির পাসপোর্ট নবায়নের অনুরোধ জানিয়েছেন।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসে রাষ্ট্রদূত ইসা ইউসুফের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বলেন, “বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। সৌদি আরব অতীতেও বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
রাষ্ট্রদূত উল্লেখ করেন, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩.২ মিলিয়ন বাংলাদেশি কর্মরত। তারা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বছরে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এবং আন-অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে আরও পাঁচ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। তিনি অনিবন্ধিত ৬৯ হাজার বাংলাদেশি প্রবাসীর পাসপোর্ট নবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম প্রবাসীদের পাসপোর্ট নবায়নের কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী। তথ্যপ্রযুক্তি খাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিনিয়োগ প্রস্তাবনা পেলে, সৌদি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। সৌদি আরবকে বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে।”
বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরব ও তাদের রাজপরিবার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, এ ধরনের তথ্য দুই দেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে।
উপদেষ্টা নাহিদ ইসলাম বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, “কেবল সৌদি আরব নয়, পৃথিবীর কোনো দেশ সম্পর্কে যেন বাংলাদেশের গণমাধ্যমে অসত্য তথ্য প্রচার না হয়, তা নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।”
বৈঠকে উভয় দেশ অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post