ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার জেরে কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরোধিতায় আয়োজিত বিক্ষোভের পরিণতি হিসেবে একদল উগ্রপন্থী হিন্দু বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে।
তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে এবং মিশনের সাইনবোর্ড ভেঙে ফেলে আগুন ধরিয়ে দেয়ার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে।
ভারত সরকার এই ঘটনায় দুঃখ প্রকাশ করলেও, বাংলাদেশ এই অপরাধমূলক কাজের তীব্র নিন্দা জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post