সাময়িকভাবে ত্রিপুরা রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল সেবা বন্ধ ঘোষণা করেছে অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন।
(সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা ধর্মনিরপেক্ষ দেশ। সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে, ভারতের জাতীয় পতাকার অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগেও হতো। কিন্তু এখনকার মত নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের।
আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি, সেখানে বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়।
আজ অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন হোটেল সোনারতরীতে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্ব সম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে (০২/১২/২০২৪) থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকরা কোন ধরনের হোটেল পরিষেবা পাবেন না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post