ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য হোটেল ও রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার অভিযোগ এবং ধর্মীয় নেতা চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অ্যাসোসিয়েশনের সচিব সৈকত ব্যান্যার্জী জানিয়েছেন, বাংলাদেশে সংঘটিত ঘটনাগুলোর প্রতিবাদে রাজ্যের সকল হোটেল ও রেস্তোরাঁ বাংলাদেশিদের জন্য বন্ধ থাকবে।
তবে যারা আগে থেকেই হোটেলে অবস্থান করছেন, তাদের জন্য কোনো বাধা দেওয়া হবে না।
জানা গেছে, সকল রেস্তোরাঁয় সাময়িকভাবে একটি নোটিশ বোর্ড লাগানো হবে যাতে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post