বাংলাদেশে পুলিশের সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করে গঠিত পুলিশ সংস্কার কমিশন সম্প্রতি তাদের পরিচালিত ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে।
এই ফলাফল কমিশনের ওয়েবসাইটে (www.prc.mhapsd.gov.bd) উন্মুক্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য-সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কিছু পুলিশ সদস্যের সহিংস আচরণ নিয়ে দেশ-বিদেশে সমালোচনার প্রেক্ষিতে পুলিশ বাহিনীর সংস্কার আজ সময়ের দাবি হয়ে উঠেছে।
এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে সরকার ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছে, যার লক্ষ্য একটি গণমুখী, নিরপেক্ষ ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলা। কমিশন সাধারণ মানুষের মূল্যবান মতামত সংগ্রহের জন্য ‘কেমন পুলিশ চাই’ শিরোনামে একটি জনমত জরিপ পরিচালনা করেছে।
সরকারি ও বেসরকারি বিভিন্ন স্তরের অংশগ্রহণের মাধ্যমে এই জরিপের ফলাফল দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post