মালয়েশিয়ায় দীর্ঘ ১৮ বছর ধরে অবৈধভাবে বসবাসের দায়ে এক বাংলাদেশিকে বেত্রাঘাত ও আট মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর।
বিবৃতিতে আরও বলা হয়, ১৮ বছর ধরে কাগজপত্রহীন অবৈধভাবে বসবাসের অভিযোগে গত ২৫ অক্টোবর তেরেঙ্গানু রাজ্যের কাম্পুং নিসান এমপ্যাটে অভিযান চালিয়ে ৩৭ বছর বয়সি এক বাংলাদেশিকে আটক করা হয়। ওই বাংলাদেশি ইমিগ্রেশনের হাত থেকে বাঁচতে বিভিন্ন সময় বিভিন্ন উপায় অবলম্বন করে আসছিলেন।
ইউসরি আরও জানান, গত মঙ্গলবার দুপুরের দিকে দেশটির কুয়ালা তেরেঙ্গানু ও কুয়ালা নেরুস জেলার আশপাশে অভিযান চালিয়ে মোট ৬২ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ১৩ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৭ জন বাংলাদেশি ও ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছে। যাদের সবার বয়স ১৯ থেকে ৪৫ বছর বয়সি। তবে, আটকদের নাম প্রকাশ করেনি অভিবাসন বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post